হেফাজত আমিরের দোয়া নিলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী

1 month ago 27

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে দেখা করে দোয়া নিয়েছেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি সরওয়ার আলমগীর। 

শুক্রবার (১১ জুলাই) বিকেলে আল জামিয়াতুল ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজত আমিরের সঙ্গে দেখা করেন তিনি। 

তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২০১৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে দল মনোনীত প্রার্থী ছিলেন। 

এ বিষয়ে সরওয়ার আলমগীর বলেন, আমি নিয়মিত হুজুরের সঙ্গে দেখা করে খোঁজখবর নিতে আসি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন, ফরিদুল আলম বিএ, একেএম মহিউদ্দিন আজম তালুকদার, নাজিম উদ্দিন শাহীন, হেফাজত নেতা মাওলানা মো. আইয়ুব বাবুনগরী ও আবু মাকনূন মোহাম্মদ আজিজী প্রমুখ।

Read Entire Article