হেফাজত আমিরের সঙ্গে বিএনপি প্রার্থীর সাক্ষাৎ

4 hours ago 6
চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (৫ নভেম্বর) রাতে নাজিরহাট পৌরসভার আল জামিয়াতুল ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় সাক্ষাৎ করে দোয়া নেন বিএনপির এ প্রার্থী।  এর আগে তিনি মাইজভান্ডার দরবার শরিফ, শেরেবাংলা দরবার, মতি ভাণ্ডার দরবার, হেফাজতে ইসলামের প্রয়াত দুই আমির আল্লামা শাহ্ আহমদ শফী, আল্লামা জুনায়েদ বাবুনগরী ও নিজের পরিবারের সদস্যদের কবর জিয়ারত করেন। এদি বিকেলে ফটিকছড়ির নাজিরহাট নতুন ব্রিজ এলাকায় বিশাল মোটর শোভাযাত্রা সহকারে হাজার হাজার নেতাকর্মী, সর্বস্তরের সাধারণ মানুষ সরওয়ার আলমগীরকে বরণ করে নেন। সরওয়ার আলমগীর বলেন, ফটিকছড়ির সাধারণ মানুষ, বিএনপির সব নেতাকর্মী আমাকে সহযোগিতা করলে আমি অবহেলিত ফটিকছড়ির উন্নয়ন ত্বরান্বিত করতে পারব। আমাদের উপজেলায় বিএনপিতে কোনো বিভাজন নেই। আমরা পাঁচজন মনোনয়ন চেয়েছি, প্রতিযোগিতা ছিল। আজ ধানের শীষের প্রশ্নে আমরা এক ও অভিন্ন।  তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব প্রফেসর ড. ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ওয়াদা দিয়েছেন, তা রক্ষা করবেন। সরওয়ার আলমগীর বলেন, তৃণমূল থেকে উঠে এসেছি। বিগত সময়ে শত জুলুম-নির্যাতন সহ্য করে রাজপথে ছিলাম। দলের দুঃসময়ে যেমন সক্রিয় ছিলাম, পাশাপাশি মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম। আজ আমার ত্যাগ-তিতিক্ষার মূল্যায়ন পেয়েছি।
Read Entire Article