হেম্পকে প্রত্যাহার, টাইগারদের ব্যাটিং কোচের দায়িত্বে সালাউদ্দিন

2 days ago 5

এখন তার থাকার কথা ছিল অ্যান্টিগায় টিম বাংলাদেশের সাথে। কিন্তু বাংলাদেশ দলের অ্যানালিস্ট মহসিন শেখ এখন আছেন আরব আমিরাতে সাকিব আল হাসানের দল ‘বাংলা টাইগার্স’-এর সঙ্গে। কেন ওয়েস্ট ইন্ডিজ সফরে নেই মহসিন শেখ?

তার প্রকৃত কারণ জানা যায়নি। তবে বিসিবি থেকে দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, এ পাকিস্তানি বংশোদ্ভুত অ্যানালিস্ট ওয়েস্ট ইন্ডিজে দলের সঙ্গে থাকছেন না। আগামীতেও থাকবেন কিনা বিসিবির ওই নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করতে পারেনি। জানা গেছে, আগামী বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে কাজ করবেন মহসিন শেখ।

এদিকে শুধু জাতীয় দলের অ্যানালিস্টই নন, ওয়েস্ট ইন্ডিজ সফরে কোচিং স্টাফে নেই ব্যাটিং কোচ ডেভিড হেম্পও। তাকেও টিম ম্যানেজমেন্টের বাইরে রাখা হয়েছে।

জাতীয় দলের ব্যাটিং কোচ হওয়ার আগে হেম্প ছিলেন হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) কোচ। তাকে হয়তো আগের কর্মক্ষেত্রেই ফেরানো হবে।

এদিকে হেম্পকে সরিয়ে নেওয়া কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে, জাতীয় দলের প্রধান সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ক্যারিবীয় সফরে ব্যাটিং কোচের ভূমিকায় থাকবেন। তাই ডেভিড হেম্পকে আর কোচিং প্যানেলে রাখা হয়নি।

এআরবি/এমএমআর/এমএস

Read Entire Article