হেরা ফেরি ৩-তে ফিরছেন টাবু

1 day ago 5
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী টাবু ফিরতে চলেছেন পরিচালক প্রিয়দর্শনের জনপ্রিয় ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজিতে। সম্প্রতি তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে অক্ষয় কুমারের একটি পোস্ট শেয়ার করে এই বিষয়ে ইঙ্গিত দেন। পোস্টটিতে নির্মাতা প্রিয়দর্শনকে মেনশন করে মজার ছলে তিনি লিখেছেন, ‘অবশ্যই, আমাকে ছাড়া হেরা ফেরি-৩ সিনেমার কাস্ট সম্পূর্ণ হবে না।’ খবর : পিঙ্ক ভিলা এদিকে অক্ষয় কুমার তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে প্রিয়দর্শনের ৬৮তম জন্মদিনে একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন, প্রিয়ন স্যার! ভূতুড়ে সেটে বাস্তব ও আনপেইড এক্সট্রাদের মাঝে দিন কাটানোর চেয়ে ভালো উদযাপন আর কী হতে পারে? আপনি শুধু একজন পথপ্রদর্শক নন, বরং একমাত্র ব্যক্তি যিনি বিশৃঙ্খলাকে শিল্পে পরিণত করতে পারেন। আপনার দিন হোক কম রিটেকের এবং বছরটি হোক দুর্দান্ত! শুভেচ্ছা রইল!  এর জবাবে নির্মাতা প্রিয়দর্শন লিখেছেন, ‘ধন্যবাদ অক্ষয়! এর বদলে আমি তোমাকে একটা উপহার দিতে চাই, আমি ‘হেরা ফেরি-৩’ পরিচালনা করতে রাজি। তুমি প্রস্তুত তো? মৌখিক এই ঘোষণা শুনে অভিনেতা পরেশ রাওয়াল ও সুনীল শেট্টিও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পরেশ রাওয়াল লিখেছেন, ‘প্রিয় প্রিয়নজি, আপনি সেই জনক, যিনি এই দেবদূতের মতো  আমাদের আনন্দ উপহার দিয়েছেন! ধন্যবাদ আবারও এই খুশির দায়িত্ব নেওয়ার জন্য! স্বাগতম স্যার এবং আবার সবাইকে আনন্দ দিন। এদিকে এক টুইট বার্তায় সুনীল শেট্টি লিখেছেন, হেরা ফেরি এবং পুচ পুচ, চলুন শুরু করি। ২০০০ সালে মুক্তি পাওয়া ‘হেরা ফেরি’ ভারতীয় কমেডি সিনেমার ইতিহাসে কালজয়ী এক ক্লাসিক হয়ে উঠেছে। এর সিক্যুয়েল ‘ফির হেরা ফেরি’ ২০০৬ সালে মুক্তি পায়। দীর্ঘদিন ধরেই ভক্তরা এর তৃতীয় কিস্তির জন্য অপেক্ষা করছিলেন, আর এবার মনে হচ্ছে সেই স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে। তবে এখনো সিনেমাটির শুটিং শুরুর তারিখ এবং মুক্তির তারিখ নিশ্চিত করেননি নির্মাতা।
Read Entire Article