হোসেনি দালান থেকে তাজিয়া মিছিলের প্রস্তুতি শুরু

2 months ago 7

 

 

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিলের প্রস্তুতি নিচ্ছে শিয়া সম্প্রদায়ের মুসলিমরা। রোববার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজধানীর চারশ বছরের পুরোনো হোসেনি দালান থেকে এই শোকের মিছিল বের হবে৷

তাজিয়া মিছিলটি আজীমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সাইন্সল্যাব ও ধানমন্ডি গিয়ে শেষ হবে। হোসেনি দালান ঘুরে শিয়া সম্প্রদায়ের মুসলিমদের প্রস্তুতি নিতে দেখা গেছে৷ অধিকাংশই কালো পোশাক পরে এসেছেন। এছাড়া প্রতীকী ছুরি,আলাম, পতাকা বা নিশান,বেস্তা নিয়ে এসেছেন অনেকে৷

আরও পড়ুন:

আজ পবিত্র আশুরা 

মিছিলে অংশগ্রহণ করতে আসা আরাফাত বলেন, এ দিনটা আমাদের জন্য কষ্টের। ইমাম হাসান এবং হোসেনকে কারবালা প্রান্তরে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তিনি স্বপরিবারে শহীদ হয়েছিলেন। সেদিনটি স্মরণ করতে আমি আয়োজন করে থাকি।

এদিকে, হোসেনি দালান এলাকায় তাজিয়া মিছিল ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি দেখা গেছে।

এনএস/এসএনআর

Read Entire Article