হোসেনি দালান পরিদর্শন করলেন এনসিপি নেতারা

2 months ago 8

পবিত্র আশুরা উপলক্ষে কারবালার নির্মম ইতিহাসকে স্মরণ করে শিয়া মুসলিম সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পুরান ঢাকার হোসনি দালান ইমামবাড়া পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় ও মহানগর দক্ষিণের নেতারা।

শনিবার (৫ জুলাই) দিনগত মধ্যরাতে দলটির নেতারা চারশো বছরের ঐতিহ্যবাহী এ ইমামবাড়া পরিদর্শন করেন।

এসময় শিয়া মুসলিম সম্প্রদায়ের অন্যতম নেতা এম এম ফিরোজ হোসাইনের সঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মোবাইল ফোনে শুভেচ্ছা ও সালাম বিনিময় করেন৷

পরিদর্শনকালে এনসিপির প্রতিনিধিদলে দলটির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবদীন শিশিরসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।

এনএস/এমকেআর

Read Entire Article