হোস্টেল থেকে নারী ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

3 months ago 73

রাজধানীর নিউমার্কেট থানার নীলক্ষেত এলাকার একটি নারী হোস্টেল থেকে রিয়া আক্তার শান্তা (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৫ জুন) দুপুরে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির নিউমার্কেট জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ।

তারিক লতিফ বলেন, দুপুর ১টার দিকে নীলক্ষেত নারী কর্মজীবী হোস্টেলে পুরাতন বিল্ডিং ৩০৭ নম্বর কক্ষ থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় শান্তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি অগ্রণী ব্যাংকে চাকরি করতেন এবং নারী হোস্টেলে থাকতেন।

মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

রিয়া আক্তার শান্তা বরিশাল সদরের পলাশপুর এলাকার জাহাঙ্গীর হোসেন খন্দকারের মেয়ে।

কেআর/জেএইচ/এএসএম

Read Entire Article