হোয়াটসঅ্যাপে নতুন এআই ফিচার

4 days ago 11

মেসেজ লিখতে গিয়ে বানান ভুল, গুছিয়ে না বলা—এই ঝামেলা আমাদের অনেকেরই প্রায়ই হয়। এবার সেই সমস্যা দূর করতে হোয়াটসঅ্যাপ আনলো দারুণ এক সুবিধা ‘মেটা এআই রাইটিং হেল্প’।

এই ফিচারটি আপনার লেখার সহকারী হিসেবে কাজ করবে। আপনি মেসেজ টাইপ করতে শুরু করলেই একটি ছোট পেন্সিল আইকন দেখতে পাবেন। সেখানে ট্যাপ করলেই এআই আপনাকে ৩-৪টি ভিন্ন স্টাইলে লেখার সাজেশন দেবে।

কী কী স্টাইল পাবেন?

- প্রফেশনাল (অফিস বা কাজের জন্য)

- ফানি (বন্ধুদের সঙ্গে মজার চ্যাটের জন্য)

- সাপোর্টিভ (সহানুভূতিশীল বা উৎসাহমূলক মেসেজের জন্য)

- প্রুফরিড (বানান ও ব্যাকরণ ঠিক করার জন্য)

আপনার লেখাকে এই স্টাইলগুলোর যে কোনো একটিতে সাজিয়ে নিতে পারবেন এক ট্যাপে!

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচার শুধু পরামর্শ দেবে, আপনার মূল বার্তা বা চ্যাট সংরক্ষণ করবে না। অর্থাৎ, পুরোপুরি প্রাইভেট ও নিরাপদ।

কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন?

শিক্ষার্থীদের (শিক্ষককে ইমেইল বা এসাইনমেন্ট পাঠাতে)

অফিসকর্মী ও পেশাজীবীদের (ক্লায়েন্ট বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগে)

যে কেরো – যারা প্রতিদিন চ্যাট করেন কিন্তু সবসময় ঠিকভাবে প্রকাশ করতে পারেন না।

কীভাবে ব্যবহার করবেন?

- হোয়াটসঅ্যাপের সর্বশেষ ভার্সন গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আপডেট করুন।

- যেকোনো চ্যাট খুলে মেসেজ টাইপ করতে শুরু করুন।

- টাইপ বক্সে পেন্সিল আইকন দেখতে পাবেন।

- তাতে ট্যাপ করলে লেখার স্টাইল বেছে নিতে পারবেন—প্রফেশনাল, ফানি, সাপোর্টিভ বা প্রুফরিড।

- স্টাইল সিলেক্ট করে এক ক্লিকে মেসেজটি পাঠিয়ে দিন!

এই নতুন এআই ফিচার শুধু মেসেজ লিখতে সাহায্যই করবে না, বরং লেখার ধরনেই নিয়ে আসবে নতুন এক পরিবর্তন। হোয়াটসঅ্যাপে চ্যাট করা এখন হবে আরও সহজ, স্টাইলিশ আর প্রভাবশালী!

Read Entire Article