হ্যাকারের উদ্দেশে ইভ্যালির রাসেলের বার্তা

2 months ago 8
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল হ্যাকারের উদ্দেশে বার্তা দিয়েছেন।  তিনি বলেন, আপনি (হ্যাকার) শুধু আমাদের সাময়িক কষ্ট দিতে পারছেন। কিন্ত বড় কোন ক্ষতি আমাদের গ্রাহক বা সেলারদের হবে না। রোববার (২৫ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ বার্তা দেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, প্রিয় হ্যাকার ভাই, আমি অত্যন্ত দুঃখিত যদি আপনাকে আমি অনিচ্ছাকৃত কোন কষ্ট দিয়ে থাকি। আপনি যদি বাংলাদেশের না হয়ে থাকেন তাহলে শুধু আমাদের ভিজিট এবং ডাটা দেখে আপনি ভুল বুঝতেছেন। আমরা আপনার ডিমান্ড ফিল আপ করতে পারব না এটা শিউর। যদিও আমাদের ভবিষ্যত উজ্জ্বল কিন্ত বর্তমান আমরা এমনি অনেক কষ্টে দিন যাপন করছি।  তিনি আরও লেখেন, আমরা কেবল সেলস এর একটা ভালো গ্রোথ পাচ্ছিলাম। এই মুহূর্তেই এমন কাজ করলেন? আমাদের টিম টাও ছোট অনেক। যাইহোক আমাদের ব্যাকআপ নেওয়া থাকে সব সময়ই। আপনি শুধু আমাদের সাময়িক কষ্ট দিতে পারতেছেন। কিন্ত বড় কোন ক্ষতি আমাদের গ্রাহক বা সেলারদের হবে না। সবশেষ রাসেল লেখেন, আপনাকে অনুরোধ করে লাভ নাই, অনুরোধ করছি ও না। শুধু জানিয়ে দিলাম, আমরা শীঘ্রই ফুললি কন্ট্রোল নিয়ে নিব। আমরা কাজ করছি।
Read Entire Article