হ্যান্ডকাফসহ দুই আসামি পলাতক, ৩ ঘণ্টা পর গ্রেফতার

3 months ago 30

শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্ত্বর থেকে মাদক মামলার দুই আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

রোববার (১৫ জুন) দুপুর ১টার দিকে আদালত চত্ত্বরে এ ঘটনা ঘটে।

আসামিরা হলেন, জাজিরা উপজেলার পদ্মা দক্ষিণ এলাকার হারুন মাদবরের ছেলে সুরুজ মাদবর ও একই এলাকার মৃত কুদ্দুস শেখের ছেলে দুলাল শেখ।

পুলিশ জানায়, দীর্ঘদিন আগে মাদক মামলায় সুরুজ মাদবর ও দুলাল শেখকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। রোববার দুপুরে শুনানির জন্য তাদের আদালতে নিয়ে আসা হয়। শুনানি শেষে হাজতখানায় নেওয়ার পথে হ্যান্ডকাফসহ তারা পালিয়ে যায়। পরে প্রথমে দুলাল শেখ ও পরবর্তীতে সুরুজ মাদবরকেও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, পুলিশ কাস্টরি থেকে মাদক মামলার দুই আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।

বিধান মজুমদার অনি/এএইচ/জেআইএম

Read Entire Article