হ্যারি কেইনদের গোলে শীর্ষস্থান নিরঙ্কুশ বায়ার্নের

2 days ago 9

একটি গোল করলেন হ্যারি কেইন, জোড়া গোল করলেন লেরয় সানে। সেন্ট পাওলি শেষ মুহূর্তে গোল করেও পরাজয় ঠেকাতে পারেনি। ৩-২ গোলে সেন্ট পাওলিকে হারিয়ে জার্মান বুন্দেসলিগায় শীর্ষস্থানে নিজেদের অবস্থান আরও নিরঙ্কুশ করলো বায়ার্ন মিউনিখ।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। যার প্রথম লেগ অনুষ্ঠিত হবে ৮ এপ্রিল। তার আগে এই জয়ে জার্মান লিগে ২৭ ম্যাচ শেষে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বায়ার্ন। ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বায়ার লেভারকুসেন। ৬ পয়েন্টের ব্যবধান ধরে রাখলো বায়ার্ন।

৬ পয়েন্টের ব্যবধান থাকলেও পরের সবগুলো ম্যাচকেই কার্যত ফাইনাল হিসেবে চিহ্নিত করেছেন বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি। তিনি বলেন, আমাদেরকে এভাবেই এগিয়ে চলতে হবে। আমরা মাত্র একটি ম্যাচের ক্লোজ অবস্থানে আছি। সুতরাং, আমাদেরকে পরের সাতটি ম্যাচ অন্তত জিততেই হবে।

তবে, বায়ার্নের জন্য দুঃসংবাদও রয়েছে। দলটির জাপানি ডিফেন্ডার হিরোকি ইতো ইনজুরিতে পড়েছেন। এছাড়া দায়ত উপামেকানো ও আলফনসো ডেভিস ইনজুরির কারণে রয়েছেন মাঠের বাইরে।

সেন্ট পাওলির বিপক্ষে ঘরের মাঠে ম্যাচের ১৭তম মিনিটে প্রথম গোল করেন ইংলিশ তারকা হ্যারি কেইন। ২৭তম মিনিটে সেন্ট পাওলিকে সমতায় ফেরান এলিয়াস সাদ।

দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন লেরয় সানে। ৭১ মিনিটে দ্বিতীয় গোল করেন তিনি। সে সঙ্গে বায়ার্নকে এগিয়ে দেন ৩-১ ব্যবধানে। ম্যাচের একোবরে শেষ মুহূর্তে, ইনজুরি সময়ে (৯০+৩ মিনিট) লাস রিতজকা আরও একটি গোল শোধ করে দেন সেন্ট পাওলির হয়ে। শেষ পর্যন্ত ৩-২ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে বায়ার্ন।

আইএইচএস/

Read Entire Article