আগারগাঁও বিমানবাহিনী জাদুঘরে বিনোদনপ্রেমীদের চাপ

1 day ago 10

ঈদে ফাঁকা ঢাকা। সড়কে গাড়ির সংখ্যা বাড়লেও নেই চিরচেনা যানজট। এরই মধ্যে ঈদে মানুষ বেরিয়েছে শ্বাস নিতে। বিশেষ করে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোয় চাপ আছে শহরের মানুষের।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের বিমানবাহিনী জাদুঘরে চোখে পড়েছে মানুষের চাপ। পড়ন্ত বেলায় গিয়ে এই চাপ দ্বিগুণ হবে বলে মনে করেন টিকিট কাউন্টার ম্যানেজার।

বিমানবাহিনী জাদুঘরের ভেতরে যত মানুষ, তারচেয়ে বেশি মানুষ সামনে। ফুটপাতে আখের রসসহ নানান ধরনের খাদ্য সামগ্রী ও খেলা পাওয়া যাচ্ছে। এখানেই ভিড় করছেন বেশি মানুষ।

আগারগাঁও বিমানবাহিনী জাদুঘরে বিনোদনপ্রেমীদের চাপ

ঈদের পরের দিন পরিবার নিয়ে ঘুরতে এসেছেন রুবেল মিয়া। ভোলার স্থায়ী বাসিন্দা রুবেল ঢাকায় থাকেন, ঈদও ঢাকায় করেন। বাড়ি যাওয়া হয় না। মাঝেমধ্যে যান। এ কারণে বাচ্চাদের আবদার মেটাতে তিনি বিমানবাহিনী জাদুঘরে নিয়ে আসছেন।

রুবেল বলেন, ৫০ টাকার টিকিট কেটে পরিবারসহ প্রবেশ করছি। এ জায়গাটা নিরাপদ ও সুন্দর। বিশেষ করে বাচ্চাদের অনেক কিছু দেখার ও শেখার আছে।

মিরপুরের কাজীপাড়া থেকে এসেছেন আলমগীর। তিনি বলেন, বউ বাচ্চা নিয়ে বের হওয়ার তো সুযোগ পাই না। আজ ঈদের ছুটিতে এখানে আসছি। একটু ঘুরে দেখবো। নিজের ঘোরার চেয়ে পরিবারকে সময় দেওয়াটা মূলত প্রধান উদ্দেশ্য।

টিকিটের লাইনে দাঁড়ানো কাকলী নামের তরুণী বলেন, আমাদের আর যাওয়ার জায়গা নেই। শহরে সড়কে ঘোরাঘুরি, ফুটপাতে খাওয়া, এগুলোই...। এজন্যই মূলত বের হয়েছি। যেহেতু এটা চোখে পড়েছে, দেখি গিয়ে ভেতরে কেমন লাগে!

আগারগাঁও বিমানবাহিনী জাদুঘরে বিনোদনপ্রেমীদের চাপ

জানা গেছে, পুরাতন বিমানবন্দরের একটা অংশে নানান প্রজাতির গাছ ও সবুজ ঘাস লাগিয়ে বেশ মনোরম পরিবেশ তৈরি করা হয়েছে বিমানবাহিনী জাদুঘরে। পাশাপাশি বিমানসহ নানা ধরনের রাইড এটির আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছে।

বিমানবাহিনী জাদুঘরে আছে নিজস্ব পার্কিং। বাইরে রয়েছে সুবিশাল রেস্টুরেন্ট। যার কারণে মানুষজন এটাতে আসতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

যাতায়াত সুবিধার ফলে মানুষেরও সমাগম হয় বেশি। ঢাকার যেকোনো জায়গা থেকে আগারগাঁও মেট্রোরেল স্টেশনে নামলেই বিমানবাহিনী জাদুঘর। অথবা আগারগাঁও বাসস্ট্যান্ড বা আইডিবির সামনে নামলেও চোখে পড়বে বিমানবাহিনীর তৈরি সুন্দর এই জাদুঘরটি।

এসইউজে/এমএইচআর/এএসএম

Read Entire Article