১০ ট্রাক অস্ত্র মামলা থেকে বাবরের খালাস, নেত্রকোনায় আনন্দ মিছিল

3 days ago 8

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরের ১০ ট্রাক অস্ত্র মামলা থেকে খালাসের খবরে নেত্রকোনায় আনন্দ মিছিল করেছে স্থানীয় নেতাকর্মীরা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

মিছিলে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিন চঞ্চল, সেলিম আহমেদ, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন রণি ও রফিকুল ইসলাম রফিক, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন খান চন্দন, বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হেলিম আহমেদ, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি শাজাহান সরদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

১০ ট্রাক অস্ত্র মামলা থেকে বাবরের খালাস, নেত্রকোনায় আনন্দ মিছিল

এর দুপুর হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার খালাসের রায় দেন।

এইচ এম কামাল/আরএইচ/এএসএম

Read Entire Article