জীবন বড়ই অদ্ভুত। কখন যে থমকে দাঁড়ায়, কেউ জানে না। উল্লাস-আনন্দ হঠাৎই রূপ নেয় বিষাদে। এমনই এক মর্মান্তিক পরিণতির শিকার লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোতা। এক গাড়ি দুর্ঘটনায় মাত্র ২৮ বছর বয়সেই পাড়ি জমিয়েছেন পরপারে।
অথচ মাত্র ১০ দিন আগেই দীর্ঘদিনের প্রেমিকা রুতে কারদোসোকে বিয়ে করেন জোতা। তাদের তিনটি সন্তান রয়েছে। জোতা ও কারদোসোর সেই বিয়ের ছবিও এখন শুধুই স্মৃতি।
বৃহস্পতিবার (৩ জুলাই)... বিস্তারিত