যশোরের মণিরামপুরে ১০ দিনের ব্যবধানে একই মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে দুই কর্মচারীর মৃত্যু হয়েছে। ঘেরে ত্রুটিযুক্ত বৈদ্যুতিক সংযোগ ঠিক না করায় পরপর দুজনের প্রাণহানির ঘটনায় ঘের মালিককে দুষছেন নিহতদের স্বজনরা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে ও রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ঝাপা গ্রামে এ প্রাণহানির ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার ঝাপা গ্রামের মৃত মনিরুদ্দিন গাজীর ছেলে সৈয়দ গাজী ও একই গ্রামের মৃত মনছোব মোড়লের ছেলে আব্দুল আজিজ। সৈয়দ গাজী মঙ্গলবার সকালে ও আব্দুল আজিজ রোববার সন্ধ্যায় মারা যান। তারা দুজনই ওই গ্রামের আব্দুর রহমানের মাছের ঘেরের কর্মচারী ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, অনেক দিন ধরেই আব্দুর রহমানের মাছের ঘেরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি ছিল। কর্মচারীরা ঘের মালিককে তাগাদা দিলেও সংযোগ ত্রুটিমুক্ত করা হয়নি। তারপরও জীবিকার তাগিদে কাজ করতেন সৈয়দ গাজী ও আব্দুল আজিজ।
নিহত আব্দুল আজিজের ভাই আকবর হোসেন বলেন, ওই ঘেরে আগে একজন মারা গেছেন। এজন্য তার ভাইকে ঘেরে কাজ করতে নিষেধ করেছিলেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
ঘের মালিক আব্দুর রহমান গাজীর ব্যবহৃত মোবাইলে ফোন করলে একজন নারী রিসিভ করে বলেন, আব্দুর রহমান অসুস্থ। তিনি কথা বলতে পারবেন না। এ কারণে তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
স্থানীয় ঝাপা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মিলন রহমান/এসআর/এএসএম