১০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

1 week ago 14
সিরাজগঞ্জের সলঙ্গায় মাদকবিরোধী অভিযানে ১০ লাখ টাকারও হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে উল্লাপাড়া উপজেলার সলঙ্গার রামারচর এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে এ অভিযান চালানো হয়।  গ্রেপ্তার মো. লালন (২৭) রাজশাহী জেলার পুঠিয়া থানার চক জামিরা গ্রামের মৃত বাবুর ছেলে। র‌্যাবের ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাজশাহী থেকে ঢাকাগামী মহাসড়কে মাদকবিরোধী অভিযান চালিয়ে লালন নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০৮ গ্রাম হেরোইন ও নগদ ১৫৫০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছেন তিনি সিরাজগঞ্জ শহরসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য হেরোইন কেনাবেচা করে আসছিলেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Read Entire Article