অর্থনীতি পুনগঠন এবং ন্যায়সঙ্গত ও টেকসই উন্নয়নের জন্য সম্পদ সংগ্রহ বিষয়ক টাস্কফোর্সের সদস্য ড. রুমানা হক বলেছেন, জনসংখ্যার শীর্ষ ১০ শতাংশ মানুষ মোট সম্পদের ৫৮.৫ শতাংশ নিয়ন্ত্রণ করে, যেখানে নিচের ৫০ শতাংশের হাতে মাত্র ৪.৮ শতাংশ রয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘অর্থনীতির পুনর্গঠন ও সুপারিশসমূহ’ বিষয়ক টাস্কফোর্সের সুপারিশের ওপর সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপনের সময় তিনি এসব কথা বলেন।
ড. রুমানা হক বলেন, দেশে আয়বৈষম্য আরও বেড়েছে, ধনীরা আরও বেশি আয় করছে। আয়বৈষম্য কমাতে সরকারকে গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিতে হবে।
তিনি বলেন, শিল্পায়ন, অবকাঠামো বিনিয়োগ ও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রাথমিকভাবে শহুরে অঞ্চলগুলোকে উপকৃত করেছে, যেখানে ৮৫ শতাংশ কর্মীবাহিনী কম মজুরি, অরক্ষিত চাকরিতে রয়ে গেছেন। গ্রামীণ এলাকায় নিম্নমানের শিক্ষা ঊর্ধ্বমুখী গতিশীলতাকে সীমিত করে, যেখানে ভ্যাট নিম্ন আয়ের গোষ্ঠীর ওপর অসমভাবে বোঝা চাপায়।
আয়বৈষম্য মোকাবিলায় তিনি সম্পদ ও উত্তরাধিকারের ওপর প্রগতিশীল কর আরোপের আহ্বান জানান, পাশাপাশি কর ফাঁকিরোধ ও সম্পদ কেন্দ্রীকরণ কমাতে কঠোর সম্মতি ব্যবস্থা গ্রহণের কথা বলেন।
ড. রুমানা হক সুবিধাবঞ্চিত গোষ্ঠীর জন্য বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ সমর্থনের জন্য মানসম্মত শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণের গুরুত্বের ওপরও জোর দেন।
অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ দারিদ্র্য বিমোচনের চ্যালেঞ্জগুলো স্বীকার করে একটি ক্লাস্টারভিত্তিক পদ্ধতির পক্ষে কথা বলেন। তিনি সরকারি কর্মসূচি পর্যবেক্ষণের জন্য একটি কাঠামোগত কাঠামোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
যুবকদের জন্য বীজ, অর্থ ও প্রশিক্ষণের পাশাপাশি সামাজিক সুরক্ষা খাত পুনর্গঠনের পরিকল্পনার কথাও উল্লেখ করেন সমাজকল্যাণ উপদেষ্টা।
রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান ড. এমএ রাজ্জাক বলেন, সামাজিক সুরক্ষা উদ্যোগগুলো প্রায়শই সত্যিকারের দরিদ্রদের কাছে পৌঁছাতে ব্যর্থ হয়।
তিনি বলেন, ২০২৫ অর্থবছরে সামাজিক সুরক্ষা ব্যয় জিডিপির ২.৫ শতাংশ এবং বাজেটের ১৭ শতাংশ অনুমান করা হয়েছে। অপ্রাসঙ্গিক কর্মসূচি বাদ দিলে এটি জিডিপির ১.২ শতাংশ এবং বাজেটের মাত্র ৭ শতাংশে নেমে আসে।
এসআরএস/বিএ