পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১০৩টি ফ্লাইটে সর্বমোট ৪১ হাজার ২৯২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
মঙ্গলবার (১৩ মে) আশকোনার হজ ক্যাম্পের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, শনিবার (১০ মে) সকাল ১০টা পর্যন্ত তিনটি এয়ারলাইন্সের ১০৩টি ফ্লাইটে ৪১ হাজার ২৯২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইটের সংখ্যা ৫২টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৩৫টি, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৬টি।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ৩১ মে।
এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন।
হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। হজযাত্রীদের দেশে ফেরার শেষ ফ্লাইট ১০ জুলাই।
এখন পর্যন্ত সরকারি-বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে সর্বমোট ৮৬ হাজার ৫৮৫টি ভিসা ইস্যু করা হয়েছে। এখনো ৫১৫ জন হজযাত্রীর ভিসা ইস্যু বাকি আছে।
অন্যদিকে, এবার হজে গিয়ে এখন পর্যন্ত মোট ছয়জন হজযাত্রী সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
আরএমএম/এএমএ/জিকেএস