১১ তলায় হেঁটে উঠতে পরীক্ষা দিল ভিকারুননিসার ছাত্রীরা

2 months ago 12
রাজধানীর শান্তিনগর এলাকার হাবিবুল্লাহ বাহার কলেজে এবারের এইচএসসি পরীক্ষার কেন্দ্র পড়েছে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ছাত্রীদের। কিন্তু কলেজ ভবনটির লিফট নষ্ট থাকায় ছাত্রীদের সীমাহীন ভোগান্তির শিকার হতে হচ্ছে। নতুন ভবনের ১১ তলা পর্যন্ত সিঁড়ি ভেঙে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে গিয়ে নাজেহাল হচ্ছেন তারা। এই পরিস্থিতিতে পরীক্ষার্থী ও অভিভাবকরা বিকল্প ব্যবস্থার দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই একাধিক পরীক্ষার্থী ও অভিভাবক কালবেলাকে তাদের সমস্যার কথা জানান।  তারা বলেন, ১২ তলা ভবনটির লিফট আগে থেকেই নষ্ট ছিল। ১১ তলায় হেঁটে উঠতে ছাত্রীদের দম বন্ধ হওয়ার মতো অবস্থা হচ্ছে, যা পরীক্ষার ওপর বিরূপ প্রভাব ফেলছে।  নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থী জানান, যানজটের কারণে বাসা থেকে কেন্দ্রে পৌঁছাতে এমনিতেই দেরি হয়, তার ওপর ১১ তলা হেঁটে উঠতে গিয়ে তাদের শারীরিক ও মানসিক চাপ বেড়ে যাচ্ছে। এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খোন্দকার এহসানুল কবির জানিয়েছেন, তারা বিষয়টি অবগত হয়েছেন এবং কী করা যায়, সে ব্যাপারে ভেবে দেখছেন। উল্লেখ্য, এবারের এইচএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ঢাকা-৪৬-এর হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ছাত্রীরা পরীক্ষা দিচ্ছেন। এছাড়া, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ইংরেজি ভার্সনের ছাত্রীরা সবুজবাগ সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন।  
Read Entire Article