১১ দল নিয়ে চট্টগ্রামে শুরু হচ্ছে রিজিওনাল ক্রিকেট টুর্নামেন্ট

3 weeks ago 13
চট্টগ্রাম বিভাগের ১১ জেলা নিয়ে আগামী ২৮ আগস্ট প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে রিজিওনাল ক্রিকেট টুর্নামেন্ট। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে নগরের একটি হোটেলে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও টুর্নামেন্ট কমিটির সদস্যসচিব আকরাম খান।  জানা যায়, টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে প্রায় ৮০ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৪৩ লাখ টাকা এবং অবশিষ্ট ৩৭ লাখ টাকা ৬টি স্পন্সর প্রতিষ্ঠান প্রদান করবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোকে প্রস্তুতি ও অনুশীলন খরচ, আবাসন, খাবার, খেলার পোশাক, দৈনিক ভাতা, যাতায়াত ভাতাসহ যাবতীয় সুবিধাদি প্রদান করা হবে।  টুর্নামেন্ট কমিটির সদস্যসচিব আকরাম খান বলেন, ‘তৃণমূলে ঝিমিয়ে পড়া ক্রিকেটকে জাগিয়ে তুলতে প্রথমবারের মতো এ টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। বিসিবির বোর্ড সভাপতির ইচ্ছা এবং চট্টগ্রামে ক্রিকেটকে পৃষ্ঠপোষকতা করতে আগ্রহী প্রতিষ্ঠানদের আগ্রহের কারণে এ টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।’  গ্রুপ এ-এর ৫টি দল : ফোর্টিস রাঙ্গামাটি, কন্টিনেন্টাল খাগড়াছড়ি, এশিয়ান চট্টগ্রাম, ইস্পাহানি ফেনি, এবি ব্যাংক চাঁদপুর। গ্রুপ বি-এর ৬টি দল : কন্টিনেন্টাল ব্রাহ্মণবাড়িয়া, ফোর্টিস কুমিল্লা, ইস্পাহানি লক্ষ্মীপুর, ক্লিফটন কক্সবাজার, এবি ব্যাংক নোয়াখালী, এশিয়ান বান্দরবান।
Read Entire Article