দুবাইয়ের রাজকুমারী শেখা মহরার আনুষ্ঠানিকভাবে বাগদান হয়েছে মরক্কো-আমেরিকান র্যাপার ফ্রেঞ্চ মন্টানার সঙ্গে। ইনস্টাগ্রামে ২৯ আগস্ট দেওয়া যৌথ পোস্টে তাদের বাগদানের ঘোষণা আসে। পোস্টে মহরার হাতে থাকা বিশাল আকারের হীরের আংটিই মূল আকর্ষণ হিসেবে হাজির হয়েছে।
ছবিতে দেখা গেছে, মন্টানা তার হাত ধরে আছেন আর আংটিতে জ্বলজ্বল করছে পান্না-আকৃতির হীরা। আংটিটি তৈরি করেছেন সেলিব্রিটি জুয়েলার এরিক দ্য... বিস্তারিত