বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর দক্ষিণ শাহজাহানপুর থানার অন্তর্গত ১১নং ওয়ার্ড যুবদলের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) ১১নং ওয়ার্ডের মৈত্রী সংঘ মাঠে যুবদলের এ কর্মিসভা অনুষ্ঠিত হয়।
শাহজাহানপুর থানার ১১নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো.আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমএ গাফফার, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু, মুকিত হোসাইন, দপ্তর সম্পাদক শাহজাহান চৌধুরীসহ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অন্য নেতারা।
কর্মিসভায় যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর অন্যায়-নির্যাতন সহ্য করেছি। তখন অনেককে ডাক দিয়েও পাইনি, দেখাও পাইনি। এখন অনেকেই ফোন দেন এই তদবিরের জন্য। কিন্তু যারাই এসব করার জন্য ফোন দেন তাদের থেকে যুবদলের নেতাকর্মীদের সতর্ক হতে বলব।
যুবদলের কর্মী সভায় বক্তারা আরও বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দোসরদের আর বাংলাদেশে স্থান দেওয়া হবে না। যারা বসন্তের কোকিল হয়ে সংস্কারপন্থি হয়ে বিএনপিতে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে দলের বদনাম করতে চায় তাদের ছাড় দেওয়া হবে না। তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজপথে আছে যুবদলের সব নেতাকর্মী। সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।