১২ ঘণ্টা পর রাঙামাটির সঙ্গে সারা দেশের বাস চলাচল শুরু
রাঙামাটির সঙ্গে সারাদেশের বন্ধ থাকা যাত্রীবাহী বাস চলাচল প্রায় ১২ ঘণ্টা পর পুনরায় চালু হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সৌদিয়া পরিবহন ও রাঙামাটি মোটর মালিক সমিতির মধ্যে দ্বন্দ্বের জেরে রাঙামাটির সঙ্গে চট্টগ্রামসহ সারাদেশের বাস চলাচল বন্ধ করে দেয় রাঙামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতি। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী, পর্যটক এবং শিক্ষার্থীরা। বিকেলে রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রশাসন ও পরিবহন মালিক সমিতির নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা বৈঠকে নানা আলোচনা হলেও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। সভা শেষে সভাপতিত্বকারী রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন জানান, নির্বাচনকালীন সময়ে আইনের যে বিধান রয়েছে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে এর কিছুক্ষণ পর সন্ধ্যা ৬টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতির রাঙামাটি অংশের কার্যনির্বাহী সভাপতি সাইফুল ইসলাম শাকিল জানান, প্রশাসনের সঙ্গে বৈঠকের পর বাস চলাচল পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, সৌদিয়া পরিবহন রাঙামাটি-ঢাকা রুটে দুটি বাস চালু করলেও রাঙামাটি মোটর মালিক সমিতির কা
রাঙামাটির সঙ্গে সারাদেশের বন্ধ থাকা যাত্রীবাহী বাস চলাচল প্রায় ১২ ঘণ্টা পর পুনরায় চালু হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সৌদিয়া পরিবহন ও রাঙামাটি মোটর মালিক সমিতির মধ্যে দ্বন্দ্বের জেরে রাঙামাটির সঙ্গে চট্টগ্রামসহ সারাদেশের বাস চলাচল বন্ধ করে দেয় রাঙামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতি। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী, পর্যটক এবং শিক্ষার্থীরা।
বিকেলে রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রশাসন ও পরিবহন মালিক সমিতির নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা বৈঠকে নানা আলোচনা হলেও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। সভা শেষে সভাপতিত্বকারী রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন জানান, নির্বাচনকালীন সময়ে আইনের যে বিধান রয়েছে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তবে এর কিছুক্ষণ পর সন্ধ্যা ৬টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতির রাঙামাটি অংশের কার্যনির্বাহী সভাপতি সাইফুল ইসলাম শাকিল জানান, প্রশাসনের সঙ্গে বৈঠকের পর বাস চলাচল পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, সৌদিয়া পরিবহন রাঙামাটি-ঢাকা রুটে দুটি বাস চালু করলেও রাঙামাটি মোটর মালিক সমিতির কাছে নির্ধারিত টোকেন ফি জমা দিচ্ছিল না। এ কারণে বুধবার সমিতি সৌদিয়া পরিবহনের কাউন্টার বন্ধ করে দেয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে কাউন্টার পুনরায় চালু করা হয়। এর প্রতিবাদে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বৃহস্পতিবার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি। হঠাৎ করে পরিবহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। দ্রুত সমস্যার সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানান তারা।
উল্লেখ্য, রাঙামাটি বাস মালিক সমিতির কার্যক্রম মূলত চট্টগ্রামের রাউজান থেকে নিয়ন্ত্রিত হয়ে থাকে।
What's Your Reaction?