১২ দিন পর চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চলাচল শুরু

1 day ago 3

নাব্য সংকটে বন্ধ থাকার ১২ দিন পর চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দুপুর পৌনে ২টা কুঞ্জলতা নামের ফেরি সাতটি পণ্যবাহী ট্রাক নিয়ে রৌমারী ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

চিলমারী-রৌমারী নৌপথের দায়িত্বে থাকা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৮ নভেম্বর চিলমারী-রৌমারী নৌপথের বলদমারা ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের পানি কমে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে বিআইডব্লিউটিসি। ফলে এ পথে চলাচলকারী দুই শতাধিক পণ্যবাহী ট্রাক চরম ভোগান্তির পর ফেরত যায়। এরপর খনন শেষে ১২ দিন পর বুধবার দুপুর পৌনে ২টা থেকে ফেরি চলাচল শুরু হয়।
চিলমারী-রৌমারী নৌপথে নিয়মিত চলাচল করা কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর থেকে আসা ট্রাকচালক আশরাফুল ইসলাম বলেন, ফেরি চলবে শুনে পণ্যবাহী ট্রাক নিয়ে এসেছি। ব্রহ্মপুত্র নদের খনন নিয়মিত না করায় কিছুদিন পরপর নাব্য সংকট দেখিয়ে পূর্ব ঘোষণা ছাড়াই কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে। এতে ভোগান্তিতে পড়তে হয়। ফলে চিলমারী বন্দর থেকে ঘুরে সিরাজগঞ্জ হয়ে জামালপুর যেতে খরচ দ্বিগুণ হয়ে যায়।

বিআইডব্লিউটিএর উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান বলেন, ব্রহ্মপুত্রের পানি কমে যাওয়ায় সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করা হয়েছিল। ১২ দিনে প্রায় দুই হাজার ফুট এলাকা খনন শেষে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।

ফজলুল করিম ফারাজী/এএইচ/এমএস

Read Entire Article