১২৭ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, ক্ষমা করবেন না মিষ্টি জান্নাত

2 months ago 6

শাকিব খানের সঙ্গে নায়িকা মিষ্টি জান্নাতের সেলফি নিয়ে কদিন আগেও বেশ আলোচনা জমেছিল। দু’জনের সেলফি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে অনেক মুখরোচক গল্পও। যা উঠে এসেছে খবরের পাতায়। বর্তমানে দুবাইয়ে আছেন মিষ্টি। সেখানে গিয়েও সমালোচনায় পড়েছেন এই নায়িকা।

নেটিজেনরা বিভিন্নরকম বিদ্রুপমুলক কথা বলছেন তাকে ঘিরে। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর পোস্টে করছেন কটু মন্তব্য। যা নজর এড়ায়নি মিষ্টি জান্নাতের। আর এবার তাকে ঘিরে বাজে মন্তব্য কিংবা পোস্টধারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন এ চিত্রনায়িকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে মিষ্টি জান্নাত এ হুঁশিয়ারি দেন। তিনি লেখেন, ‘কিছু পেজ এবং সো-কলড জার্নালিস্ট নামক ভিউ ব‍্যবসায়ীদের নাম এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটরসহ মোট ১২৭ জন আমার পেজে বাজে কমেন্টকারী। এদের স্ক্রিনশট, লিংক সব এন্ট্রি করা হয়েছে। সাথে কিছু সো-কলড ফেসবুকার, টিকটকার এদের নাম নিয়ে আমার ল-ইয়ার এবং আমার ফ‍্যান - ফলোয়ার, পরিবার কাজ করছেন।’

মিষ্টি জান্নাত আরও জানান, এসব লোকজন বাজে মন্তব্য করে তার মানহানি করছেন। এই মানহানির পেছনে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে। তার কথায়, ‘অতি শিগগিরই এদের আইনের আওতায় আনা হবে আমার মানহানি করার জন্য। একদল লোক পেছনে লেগেই আছে, এখন তাদের আর কোনো ক্ষমা নেই।’

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর ‘তুই আমার রানী’, ‘আমার প্রেম তুমি’, ‘চিনিবিবি’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও।

গত বছর শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় এসেছিলেন। পরে অবশ্য সংবাদ সম্মেলন ডেকে এই অভিনেত্রী জানান, পুরো বিষয়টিই গুজব।

এমআই/এলআইএ/এএসএম

Read Entire Article