বিক্ষোভের মুখে বন্ধ হওয়া ‘নিত্যপুরাণ’ নাটকটি আবারও ফিরছে মঞ্চে। আগামী ২৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তন মঞ্চে রয়েছে নাটকটির প্রদর্শনী। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন নাটকের নির্দেশক নাট্যকার মাসুম রেজা।
মাসুম রেজা বলেন, ‘শিল্পকলা একাডেমিতে যেদিন নাটকটি বন্ধ করা হয়, সেদিন আমরা ১২৭তম প্রদর্শনী করছিলাম। মাঝপথে নাটকটি বন্ধ হওয়ার কারণে ১২৭তম প্রদর্শনীটি সম্পন্ন হয়নি। আমরা যেহেতু সেদিন অর্ধেক নাটকটি করেছিলাম, এ জন্য আমরা এবার নাটকটির ১২৭ দশমিক ৫তম প্রদর্শনী করব। এরপর থেকে যত প্রদর্শনী হবে—এভাবেই আমরা হিসাব রাখব।’
গত ২ নভেম্বর প্রদর্শনীতে যে দর্শকেরা এসেছিলেন, নাটকটি দেখতে তাদের এবার টিকিট লাগবে না। মাসুম রেজা বলেন, ‘সেদিন অনেক দর্শক টিকিট কেটেও পুরো প্রদর্শনী দেখতে পারেননি। সেদিন যে দর্শক টিকিট কেটেও পুরো নাটক দেখতে পারেননি, তারা টিকেটের অংশ দেখিয়ে এই প্রদর্শনী উপভোগ করার সুযোগ পাবেন।’ নিরাপত্তার প্রসঙ্গে এই নাট্যকার বলেন, ‘দর্শকরা নির্ভয়ে আসুন। নিরাপত্তা নিয়ে এবার কোনো শঙ্কা নেই। শিল্পকলা একাডেমি দায়িত্ব নিয়েছেন, তারা নিরাপত্তার ব্যবস্থা নেবেন।’
এর আগে, গত ২ নভেম্বর বিক্ষুব্ধ জনতার চাপে শিল্পকলা একাডেমিতে ‘নিত্যপুরাণ’ মঞ্চায়ন বন্ধ করার সিদ্ধান্ত নেন একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। আন্দোলনকারীদের অভিযোগ ছিল, ছাত্র-জনতার আন্দোলনের বিরোধিতা ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কটাক্ষ করেছেন দলটির অন্যতম সদস্য এহসানুল আজিজ বাবু।
২০০১ সালে প্রথম মঞ্চস্থ হয় ‘নিত্যপুরাণ’। এরপর ২০০৫ সাল পর্যন্ত ৮৬টি প্রদর্শনী হয় নাটকটির। ২০১২ সালে নাটকের ‘একলব্য’ চরিত্রে অভিনয় করা দিলীপ চক্রবর্তীর প্রয়াণের পর নাটকটির আর প্রদর্শনী হয়নি। প্রায় ১২ বছর পর ২০১৭ সালের নভেম্বরে নাটকটি ফের মঞ্চে আসে। এর পরিকল্পনা করেছেন কামাল উদ্দিন কবির, পোশাক পরিকল্পনা করেছেন শাহনেওয়াজ কাকলী, সংগীত পরিকল্পনায় আছেন নাসিরউদ্দিন শেখ, আবহসংগীতে ইমামুর রশিদ খান ও আলোক পরিকল্পনা করেছেন নাসিরুল হক খোকন। রূপসজ্জা পরিকল্পনা করেছেন শুভাশীষ দত্ত তন্ময় এবং কোরিওগ্রাফি করেছেন মো. আমানুল্লাহ আমান ও হিমা রয় মিতু।
নাটকের গানে কণ্ঠ দিয়েছেন লরেন্স উজ্জ্বল গমেজ, অসীম কুমার নট্ট, ইমামুর রশিদ খান, নন্দিতা বিশ্বাস, আমরিন তাসনিম জাইমা ও জারিফা তাসনিম জেমিমা। নাটকটির সহকারী নির্দেশক অয়ন চৌধুরী।
এমআই/অারএমডি/জিকেএস