১৮৯৭ সালের অগাস্ট মাসে মাদাগাস্কারের রাজা তোয়েরা ফরাসি বাহিনীর হাতে নিহত হন। মৃত্যুর পর শিরশ্ছেদ করে তার খুলি প্যারিসে নিয়ে যাওয়া হয় ‘ট্রফি’ হিসেবে। দীর্ঘ ১২৮ বছর পর, সেই খুলি অবশেষে ফিরছে নিজের মাটিতে।
সাকালাভা জনগোষ্ঠীর এই রাজাসহ আরও দুই যোদ্ধার খুলি ফেরত দিয়েছে ফ্রান্স। ধারণা করা হয়, বাকি দুই খুলিও রাজা তোয়েরার সঙ্গেই নিহত সাকালাভা যোদ্ধাদের।
মঙ্গলবার, প্যারিসে ফ্রান্সের... বিস্তারিত