১৩২ হলে শাকিব খানের ‘তাণ্ডব’

2 months ago 9
রাত পোহালেই ঈদুল আজহা। দেশের সিনেমাপ্রমী দর্শকের জন্য এবার প্রেক্ষগৃহে মুক্তি পাচ্ছে ৬টি সিনেমা। যার মধ্যে দর্শক প্রত্যাশায় সবার ওপরে আছে রায়হান রাফীর নতুন সিনেমা ‘তাণ্ডব’। এতে প্রধান চরিত্রে আছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। সিনেমাটি আগামীকাল থেকে ১৩২টি হলে একযোগে মুক্তি পেতে যাচ্ছে। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে শাকিব খান তাণ্ডবের হল লিস্ট নিজের ফেসবুক পেজে শেয়ার করে তার ভক্তদের জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। দেশের কোথায় কোন প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে তার একটি ছবি শেয়ার করে শাকিব ক্যাপশনে লিখেছেন, ‘বছরের সর্ববৃহৎ মুক্তি! দেখে নিন, ‘তাণ্ডব’এর প্রথম সপ্তাহের প্রেক্ষাগৃহ তালিকা। আপনাদের সবাইকে ঈদ মোবারক।’  রাফীর পরিচালনায় এই সিনেমায় শাকিব খান ছাড়াও আছেন জয়া আহসান, আফজাল হোসেন, সাবিলা নূর, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েতসহ আরও অনেকে।
Read Entire Article