১৪ বছর পর চুয়াডাঙ্গায় বিএনপির সম্মেলন চলছে

2 months ago 30

দীর্ঘ ১৪ বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন চলছে। শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই সম্মেলনের কার্যক্রম শুরু হয়।

পরে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত এবং গিতা পাঠ করা হয়। বর্তমানে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য চলছে। সর্বশেষ ২০১০ সালে এই জেলায় সম্মেলন করে বিএনপি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সম্মেলনের প্রথম অধিবেশন উদ্বোধন করেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি সম্মলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন।

জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবুর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব মো. শরীফুজ্জামান শরীফের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, বিএনপির খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপি খুলনা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল প্রমুখ।

হুসাইন মালিক/এফএ/এএসএম

Read Entire Article