১৫ গুণ বাড়তি শুল্কে ব্যাটারি রিকশার নির্মাণ ব্যয় বাড়বে

3 months ago 23
আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাটারিচালিত রিকশায় ব্যবহৃত এক হাজার ২০০ ওয়াটের ডিসি মোটরের কাস্টমস শুল্ক ১৫ গুণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে আগে এই শুল্ক ছিল এক শতাংশ, প্রস্তাব অনুযায়ী বাজেট পাস হলে শুল্ক দাঁড়াবে ১৫ শতাংশে। এতে করে ব্যাটারি রিকশার নির্মাণ ব্যয় বেড়ে যাবে। সোমবার (২ জুন) বাজেট পেশ করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এর মধ্য দিয়ে অনিয়ন্ত্রিত পরিবহন ব্যাটারিচালিত রিকশার দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, বৈদ্যুতিক থ্রি-হুইলার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বৈদ্যুতিক থ্রি-হুইলার ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে পরিবহন উপদেষ্টা ফাওজুল কবির খান কালবেলাকে বলেন, অনিয়ন্ত্রিত যান কিছুটা নিয়ন্ত্রণে আনার এটা একটা কৌশল। নির্মাণ ব্যয় বাড়লে চাহিদা কিছুটা কমতে পারে।
Read Entire Article