শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত কোর কমিটি আগামী ১৫ নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে।
রোববার (৫ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে কমিটির সভাপতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান।
কোর কমিটির ৫ নভেম্বর প্রতিবেদন দাখিলের কথা থাকলেও কমিটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য কমিটির মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভাপতি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক)।
আরও পড়ুন
বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের ভল্ট ভেঙে ৭ অস্ত্র চুরি
গত ১৮ অক্টোবর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে বড় অগ্নিকাণ্ড ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। আগুনে অগ্নি প্রতিরোধী স্ট্রংরুমের কোনোকিছু পোড়েনি বলে বিমানবন্দর সূত্র জানায়। পুলিশ সূত্র জানিয়েছে, ওই স্ট্রংরুমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য আমদানি করা বেশ কিছু আগ্নেয়াস্ত্র ছিল। সেখান থেকে ৭টি অস্ত্র চুরির অভিযোগ এনে গত ২৮ অক্টোবর বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ।
আরএমএম/এমকেআর/জিকেএস

2 hours ago
6









English (US) ·