১৫ বছর পর উইন্ডিজে টেস্ট জয় ও ইতিহাস 

2 months ago 46
ইয়ার্কারে শামার জোসেফের স্টাম্প ভেঙে দিলেন নাহিদ রানা। ততক্ষণে উদযাপনে মাতোয়ারা বাংলাদেশ দলের খেলোয়াড়রা। ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জয় বলে কথা। তার ওপর সম্প্রতি লাল বলের ক্রিকেটের ব্যর্থতা ঘোচানো জয়ও বলা যেতে পারে। সব ছাপিয়ে রেকর্ড গড়লেন মেহেদী হাসান মিরাজরা। জ্যামাইকায় কিংস্টন টেস্টে দ্বিতীয় ইনিংসে ১৮৫ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা। ১০১ রানে জিতে দুই টেস্টের সিরিজ ১-১ সমতায় শেষ করল মিরাজের দল। সেই সঙ্গে জয় দিয়েই ২০২৪ সালের টেস্ট মিশন শেষ করল বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয়ের পর হঠাৎ ছন্দপতনের শুরু বাংলাদেশের। ভারত সফর কিংবা দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজ—লজ্জার পরাজয়। এরপর তো টেস্ট ক্রিকেটের আকাশে হঠাৎ জমা কালো মেঘ জমতে শুরু করে। এবার সেটার আড়ালে রক্তিম সূর্যের উঁকি...। চ্যালেঞ্জ ছাপিয়ে টেস্ট জেতা, সেটাও আবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে—১৫ বছর পরে! দেশের বাইরে এবারই প্রথম এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশিবার (৩ ম্যাচ) টেস্ট জেতার রেকর্ড গড়ল বাংলাদেশ। আগের রেকর্ডও ছিল ১৫ বছর আগে সাকিব আল হাসানের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জেতা দুই টেস্ট।
Read Entire Article