দীর্ঘ ১৫ বছর পর সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির। বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে জুলাই গণহত্যার বিচারের দাবিতে জাতীয় ছাত্রসংহতি সপ্তাহ পালন উপলক্ষে এ কর্মসূচি পালন করে দলটি।
সিলেট মহানগর ছাত্রশিবিরের আয়োজনে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে মিছিলটি বের করা হয়। পরে বন্দরবাজার, জিন্দাবাজার ও চৌহাট্টা হয়ে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিলে বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান দেন নেতাকর্মীরা।
সিলেট মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি শাহীন আহমদের সঞ্চালনায় ও সভাপতি শরীফ মাহমুদের সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক সিদ্দিক আহমদ, শাবিপ্রবি শাখার সভাপতি তারেক মনওয়ার।
সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা এখনো দেশে চক্রান্ত চালিয়ে যাচ্ছেন। তারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছেন। তাদের ইন্ধনে ইসকনের হাতে একজন আইনজীবীকে প্রাণ দিতে হয়েছে। এভাবে আর একটা ঘটনা ঘটতে দেওয়া হবে না। যেকোনো মূলে তা প্রতিহত করা হবে।
তারা আরও বলেন, অবিলম্বে জুলাই হতাকাণ্ডে জড়িতদের বিচারের মুখোমুখি করতে হবে। তাদের প্রত্যেককে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। তা নাহলে শহীদদের আত্মা শান্তি পাবে না।
এদিকে, দীর্ঘদিন পর শিবিরের শোডাউনে নগরতে দীর্ঘ যানজট দেখা দেয়। বিশাল মিছিলের কারণে বন্দরবাজার থেকে আম্বরখানা পর্যন্ত প্রতিটি সড়কে যানজট সৃষ্টি হয়। বিশেষ করে আম্বরখানা পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ করায় পয়েন্টের চারদিকের সড়কে দীর্ঘ যানজট দেখা দেয়। এতে আটকা পড়ে শত শত গাড়ি। পরে সমাবেশ শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আহমেদ জামিল/এসআর/জিকেএস