অস্ত্র মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত মো. হেলাল উদ্দিন তসলিমকে (৪৪) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১৫ ডিসেম্বর) রাতে দীর্ঘ ৯ বছর পর সাভার মডেল থানাধীন রাজাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফেনীর পরশুরাম থানার মামলা নং-০৮। ফেনী র্যাব ক্যাম্পের ইনচার্জ শেখ মোহাম্মদ সেলিম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তর মো. হেলাল উদ্দিন তসলিম ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের বাসিন্দা।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার সাভার মডেল থানাধীন রাজাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ফেনী র্যাব ক্যাম্পের ইনচার্জ শেখ মোহাম্মদ সেলিম কালবেলাকে জানান, আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফুলগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।