১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা

1 month ago 5

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের শহীদ হওয়ার দিন ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে সরকার। 

বুধবার (০২ জুলাই) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়, সরকার প্রতি বছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং ওই তারিখ ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবরের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

পরিপত্রে দিবসটি যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্ট সাধারণ ছুটিসহ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন’ করা হবে। এদিন সাধারণ ছুটি পালন করা হবে বলেও জানানো হয়েছে।


বুধবার (০২ জুলাই) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Read Entire Article