১৭ বছর বাড়িতে ঘুমাতে পারিনি: আমীর খসরু

2 months ago 28

আওয়ামী লীগের দুঃশাসনের চিত্র তুলে ধরতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত ১৭ বছর আমরা বাড়িতে ঘুমাতে পারিনি। আমাদের নেতাকর্মীরা প্রতিনিয়ত গুম ও খুনের শিকার হয়েছেন। ৬০ লাখেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। জীবনের বেশিরভাগ সময় কেটেছে কোর্টের বারান্দায় বারান্দায়।

বুধবার (২০ নভেম্বর) বেলা ১১টায় উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, ‘আওয়ামী লীগের যে দুঃশাসন ছিল সেটা ১৭ বছরের দুঃশাসন নয়। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখনই তারা ফাসিস্ট রূপ ধারণ করে। তারা গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারকে হরণ করে। তারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করে। সংবাদপত্রকে নিষিদ্ধ করা হয়েছিল এমন বাংলাদেশ আমরা চাইনি।’

তিনি আরও বলেন, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে ছয় বছর জেলে বন্দি রাখা হয়েছিল। আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে বিনা কারণে দেশান্তর করা হয়েছে। আগামী দিনে বিএনপিকে জনগণ যদি রায় দেয়, সেই রায়ের ভিত্তিতে তারেক রহমান জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। সেই সরকার ৩১ দফা বাস্তবায়ন করবে বলেও মন্তব্য করেন আমীর খসরু।

এসময় উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু ও জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভীর উল ইসলাম।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসাইন কায়কোবাদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ, জেলা যুবদলের সভাপতি রায়হানুল কবিব, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহছান, সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল, জেলা মহিলা দলের সভাপতি রেশমা প্রমুখ।

ফজলুল করিম ফারাজী/এসআর/এমএস

Read Entire Article