১৭৩ নম্বর দলকে হারাতে ঘাম ছুটলো ইংল্যান্ডের

2 months ago 8

দুই দলের শক্তির পার্থক্য আকাশ-পাতাল। ফিফা র‌্যাংকিংয়ে ইংল্যান্ড ৪ নম্বরে, অ্যান্ডোরার অবস্থান ১৭৩। অথচ সেই দলটিকে হারাতে কিনা রীতিমত ঘাম ঝরলো ইংল্যান্ডের!

শনিবার রাতে বিশ্বকাপ বাছাই ম্যাচে অ্যান্ডোরার বিপক্ষে একতরফা খেলেও মাত্র ১-০ গোলের জয় পেয়েছে ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটে হ্যারি কেনের গোলে কোনোমতে মান বাঁচায় টমাস টুখেলের দল।

ম্যাচে মাত্র ৪টি শট নিতে পেরেছিল অ্যান্ডোরা। একটিও লক্ষ্যে ছিল না। অন্যদিকে ২০ শটের ১০টি লক্ষ্যে রেখে মাত্র একটিতে গোল পায় ইংল্যান্ড। ৮৩ ভাগ সময় বল দখলে রেখেছিল তারা।

জয়টা কষ্টার্জিত হলেও তা ইংল্যান্ডকে বাছাইপর্বে ভালো অবস্থানে রাখতে সাহায্য করেছে। তিন ম্যাচের তিনটিই জিতে 'কে' গ্রুপে শীর্ষে তারা। অ্যান্ডোরা সমান ম্যাচে সব কটিতেই হেরেছে। মঙ্গলবার নটিংহ্যামে ইংল্যান্ডের পরবর্তী খেলা সেনেগালের বিপক্ষে।

এদিকে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছে নেদারল্যান্ডস। শনিবার ফিনল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে ডাচরা।

দাপট দেখিয়ে খেলা ম্যাচে ফিনল্যান্ডের ডিফেন্সের ভুলকে কাজে লাগিয়ে ষষ্ঠ মিনিটে দলকে এগিয়ে দেন মেমফ্রিস দেপাই। ২৩ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন ডেঞ্জেল ডামফ্রিস।

এরপর একের পর এক আক্রমণ করেও আর গোল সংখ্যা বাড়াতে পারেনি ডাচরা। ফলে ২-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।

এমএমআর/জেআইএম

Read Entire Article