১৭৬.৫ কিমিতে বল, শোয়েব আখতারের রেকর্ড কি ভেঙে ফেললেন স্টার্ক!

3 weeks ago 17

ক্রিকেট ইতিহাসের দ্রুততম বলের সাক্ষী কি তবে হয়ে গেল পার্থ? রোহিত শর্মাকে সামলাতে হয়েছে মিচেল স্টার্কের ১৭৬.৫ কিলোমিটার গতির বল! ভারত-অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডেতে এমন চমকই দেখায় ৩৫ বছর বয়সী এই পেস বোলার। ইতোমধ্যেই এই বল নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। 

ম্যাচের প্রথম বল হওয়ার পর টেলিভিশনের পর্দায় ভেসে ওঠে গতি। মাঠে থাকা স্পিডোমিটারে স্টার্কের বলের গতি ওঠে ১৭৬.৫ কিলোমিটার প্রতি ঘণ্টা! বিস্মিত হন সবাই। তবে কি ক্রিকেট ইতিহাসের দ্রুততম বলটি করলেন স্টার্ক? 

টেলিভিশন পর্দার ওই সময়ের স্ক্রিনশট দ্রুত ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। সত্যিই শোয়েব আখতারের রেকর্ড ভেঙে দিলেন স্টার্ক? ক্রিকেটপ্রেমীদের একাংশের অবিশ্বাস্য মনে হলেও চোখে দেখা পরিসংখ্যানকে উড়িয়ে দেওয়াও যাচ্ছিল না।

প্রকৃতপক্ষে স্টার্কের সেই প্রথম বলের গতি ১৭৬.৫ ছিল না। তার প্রথম বলের প্রকৃত গতি ছিল আসলে ১৪০.৩ কিলোমিটার প্রতি ঘণ্টা। স্পিডোমিটারের প্রযুক্তিগত ক্রুটির কারণে স্টার্কের বলের গতি ভুল দেখিয়েছিল টেলিভিশনের পর্দায়। ফলে অক্ষত থাকল শোয়েবের ১৬১.৩ কিলোমিটার প্রতি ঘণ্টা গতির বলের বিশ্বরেকর্ড। 

সবচেয়ে জোরে বল করার তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন শন টেট এবং ব্রেট লির ১৬১.১ কিলোমিটার প্রতি ঘণ্টার বল। তিনে অবস্থান থমসনের ১৬০.৬ কিলোমিটার প্রতি ঘণ্টা গতির বল।

Read Entire Article