গবেখা টেস্টে জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করেও হেরেছে শ্রীলঙ্কা। পঞ্চম দিনে জয়ের জন্য লঙ্কানদের দরকার ছিল ১৪৩ রান, হাতে ৫ উইকেট। কিন্তু দক্ষিণ আফ্রিকার বোলিং তোপে এক সেশনও টেকেনি লঙ্কানদের প্রতিরোধ। ১৯ রানে ৫ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত প্রোটিয়াদেরর কাছে ধবলধোলাই হয়েছে শ্রীলঙ্কা। ৫ উইকেট শিকার করেছেন প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ।
সেইন্ট জর্জ পার্কে শ্রীলঙ্কাকে ৩৪৮ রানের লক্ষ্য দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে ২৩৮ রানে গুটিয়ে গেছে সফরকারীরা। এতে ১০৯ রানের বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এতে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে প্রোটিয়ারা।
আজ সোমবার ৫ উইকেটে ২০৫ রান নিয়ে দিনের খেলা শুরু করে লঙ্কানরা। গতকাল রোববার ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটি করে উইকেটে থাকা অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ও উইকেটকিপার ব্যাটার কুশল মেন্ডিসের ব্যাটে লড়াই শুরু করে সফরকারীরা। আশা করা হচ্ছিল, দুই সেট ব্যাটার দলকে এগিয়ে নেবেন।
কিন্তু মাত্র ৭ রান যোগ করেই আউট হয়ে যান মেন্ডিস। দলীয় ২১৯ রানে মেন্ডিসের (৭৬ বলে ৪৬) পতন হলে ধসে পড়ে লঙ্কানদের ব্যাটিং লাইনআপ। এরপর ২৩৮ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা। অর্থাৎ ১৯ রানের মধ্যেই ৫ উইকেট হারায় সফরকারী দল।
বিস্তারিত আসছে...
এমএইচ/এমএস