২ ঘণ্টা বন্ধের পর ট্রেন চলাচল শুরু

1 hour ago 2

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলব্রিজে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এ সময় চরম ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল জংশনের অদূরে খোয়াই নদীর ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার উত্তম কুমার দেব বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুর ১২টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল জংশনের অদূরে খোয়াই নদীর ব্রিজের ওপর ওই ট্রেনের ইঞ্জিনটি বিকল হয়ে যায়। এতে সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে সিলেটগামী পাহাড়িকা ট্রেন শায়েস্তাগঞ্জে আসার পর এ ট্রেনের ইঞ্জিন নিয়ে পারাবত এক্সপ্রেসকে পেছনে টেনে আনা হয়। এর ২ ঘণ্টা পর দুপুর ২টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Read Entire Article