সফরকারী নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে উইকেট পেতে তৃতীয় ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। নাসুম আহমেদ ফিরিয়েছেন ডাচ ওপেনার ম্যাক্স ও’ডাউডকে। তাওহীদ হৃদয় নেন দুর্দান্ত এক ক্যাচ। পরের বলে তেজা নিদামানুরুকে আউট করেছেন নাসুম। তিনি ব্যাকওয়ার্ড পয়েন্টে ধরা পড়েন পারভেজ হোসেন ইমনের হাতে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডাচদের সংগ্রহ ১০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৬২ রান।
এর আগে, সোমবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্তের কথা জানান টাইগার অধিনায়ক। সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে খেলা লেগ স্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি পেসার শরীফুল ইসলামের পরিবর্তে একাদশে রয়েছেন স্পিনার নাসুম আহমেদ ও ডানহাতি পেসার তানজিম হাসান। নেদারল্যান্ডস দলে পরিবর্তন একটি। টিম প্রিঙ্গলের বদলে নেওয়া হয়েছে সিকান্দার জুলফিকারকে।
বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস (অধিনায়ক ও উইকেটকিপার), মোহাম্মদ সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শেখ মাহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব।