২ হাজার ৩৬৯ বাংলাদেশির তালিকা করল ভারত

2 months ago 73
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, তার দেশ দুই হাজার ৩৬৯ বাংলাদেশিকে ফেরত পাঠাতে প্রস্তুত। বৃহস্পতিবার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। সংবাদ সম্মেলনে জয়সওয়াল জানান, আমাদের কাছে ২ হাজার ৩৬৯ জনের একটি তালিকা রয়েছে, যাদের ফেরত পাঠানো প্রয়োজন। ভারত বাংলাদেশকে অনুরোধ করেছে, যেন ভারতে থাকা অবৈধ এসব বাংলাদেশিকে চিহ্নিত করে দ্রুত ফেরত নেওয়ার ব্যবস্থা করে। মুখপাত্র বলেন, যারা ভারতে অবৈধভাবে অবস্থান করছেন, তারা বাংলাদেশি হোক বা অন্য কোনো দেশের, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। আমরা বাংলাদেশ সরকারকে তাদের জাতীয়তা যাচাইয়ের অনুরোধ করেছি জানিয়ে মুখপাত্র বলেন, ভারতে অবৈধভাবে অনেক বিদেশি বসবাস করেন, তারা বাংলাদেশি নাগরিক হোক বা অন্য যেকোনো নাগরিক, তাদের আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এখানে প্রচুর সংখ্যক বাংলাদেশি নাগরিক আছেন, যাদের দ্রুত নির্বাসন প্রয়োজন। তিনি বলেন, আমাদের কাছে যে ২ হাজার ৩৬৯ জনের বেশি একটি তালিকা রয়েছে, তাদের মধ্যে অনেকেই কারাভোগ শেষ করেছেন। অনেক ক্ষেত্রে জাতীয়তা যাচাই ২০২০ সাল থেকে ঝুলে আছে। চলতি মাসের শুরুর দিকে আসামের দক্ষিণ সালমারা জেলায় অন্তত পাঁচজন বাংলাদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী পরে তাদের দেশে ফেরত পাঠায়।
Read Entire Article