২০ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না মফিজের

2 hours ago 5

দীর্ঘ ২০ বছর পলাতক থাকার পর অবশেষে পুলিশের ফাঁদে ধরা পড়লেন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মফিজউদ্দিন সরকার মফিজ (৫৮)। সোমবার (২৮ অক্টোবর) সকালে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ খাগড়াছড়ির দীঘিনালা এলাকা থেকে গ্রেপ্তার করে মফিজকে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল হক জানান, ২০০৪ সালে রাজধানীর শ্যামপুর থানায় সংঘটিত একটি হত্যা মামলার আসামি ছিলেন মফিজ সরকার। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। তবে রায় ঘোষণার আগেই গা ঢাকা দেন তিনি। এর পর থেকে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে দীর্ঘ তদন্ত ও তৎপরতার পর পুলিশের হাতে ধরা পড়েন এই পলাতক আসামি।

ওসি জানান, মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ কৌশলে দীঘিনালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

Read Entire Article