কক্সবাজারের সদর উপজেলায় বাঁকখালী নদীতে নিখোঁজের ৩৮ ঘণ্টা পর মিসবাহ উদ্দিন (১৪) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ইউনিয়নের চাঁন্দের পাড়া বাঁকখালী ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কিশোর মিসবাহ উদ্দিন (১৪) ঝিলংজা চাঁন্দেরপাড়া এলাকার মাওলানা নুরুল আলমের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মাওলানা ফজলুল করিম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট বিকেল ৫টার দিকে বাঁকখালী নদীর চাঁন্দের পাড়া পয়েন্টে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে স্রোতের টানে ডুবে যায় কিশোর মিসবাহ উদ্দিন। এরপর ফায়ার সার্ভিস ও ডুবুরি দল টানা তল্লাশি করেও মরদেহ পাওয়া যায়নি। একই সঙ্গে স্থানীয় লোকজনও তল্লাশি কার্যক্রম চালান। এক পর্যায়ে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাঁকখালী ব্রিজ এলাকায় ভাটায় জেগে ওঠা চরে কিশোর মিসবাহর মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
জানা গেছে, বিগত ২০ মাস আগে মাওলানা নুরুল আলমের আরেক ছেলে নকিব উদ্দিন স্থানীয় মসজিদের পুকুরে ডুবে মারা যায়। ২০ মাসের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে শোকে কাতর হয়ে পড়েছেন মা-বাবাসহ আত্মীয়-স্বজনরা।
এ বিষয়ে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন জানান, কিশোর মিসবাহ উদ্দিন নিখোঁজের পর থেকে জেলা পরিষদ ও উপজেলা প্রশাসন সার্বক্ষণিক তদারকি করেছে। তাকে উদ্ধারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডুবুরিদল সমুদ্রসৈকতের লাইফ গার্ড মোতায়েন করে তল্লাশি কার্যক্রম চালানো হয়।
তিনি বলেন, নিহত কিশোরের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিকভাবে সহায়তা করা হবে।