২০২৬ সালে বাণিজ্যিকভাবে আসতে পারে টেসলার ‘সাইবারক্যাব’
গত ১০ অক্টোবর টেসলার বহুল-প্রতীক্ষিত স্বয়ংচালিত গাড়ি (সেলফ-ড্রাইভিং কার) রোবোট্যাক্সি উন্মোচিত হয়েছে। উই, রোবোট নামের আয়োজনে ব্যাপক সাড়া ফেলেছে সাইবারক্যাব নামের রোবোট্যাক্সিটি। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক বলেন, ২০২৬ সালে রোবোট্যাক্সিটির বাণিজ্যিক উৎপাদন শুরু হতে পারে। পাশাপাশি এর দাম ৩০ হাজার ডলারের নিচে রাখা হবে। প্রযুক্তি বিশ্বে অনেক দিন ধরেই আলোচনায় রোবোট্যাক্সি। মাস্কের দীর্ঘমেয়াদি পরিকল্পনার এক গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে স্বয়ংচালিত বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রজেক্ট রোবোট্যাক্সি। এটি মূলত স্বয়ংচালিত একটি বৈদ্যুতিক গাড়ি। অর্থাৎ এটি চালানোর