২১ আগস্টের গ্রেনেড হামলার মামলা প্রত্যাহার, ঢাবি ছাত্রদলের মিষ্টি বিতরণ

3 weeks ago 5

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে হাইকোর্টের খালাস দেওয়া উপলক্ষে মিষ্টি বিতরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মিষ্টি খাওয়ান সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মাহবুব আলম শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ তালুকদার সাব্বির, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলফি লাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরেফিন তন্ময়, সদস্য মাহবুবুর রহমান এবং সদস্য হাসান তারেক হিমেলসহ হল পর্যায়ের অনেক নেতাকর্মী। 

Read Entire Article