২১ ইসরায়েলি সেনার মৃত্যুর নায়ক সেই ফিলিস্তিনি কমান্ডার নিহত

3 months ago 6
গ্রেনেড হামলায় ২১ জন ইসরায়েলি সেনাকে হত্যায় নেতৃত্ব দেওয়া হামাসের এক শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।  রোববার (১ জুন) ইসরায়েল এই দাবি করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ইসরায়েলি সেনাদের বিবৃতিতে বলা হয়, ড্রোন হামলায় নিহত হয়েছেন হামাস নেতা খলিল আবেদ আল নাসের মোহাম্মদ হাতিব।  তাকে ২০২৪ সালের ২২ জানুয়ারির একটি ভয়াবহ হামলার পরিকল্পনায় নেতৃত্বদানকারী হিসেবে অভিযুক্ত করা হয়, যেখানে গাজার বর্ডার এলাকায় রকেটচালিত গ্রেনেড হামলায় ২১ ইসরায়েলি সেনা নিহত হয়েছিল। এদিকে, একই দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থিত একটি বিতর্কিত সংস্থার পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলা চালায় ইসরায়েল সেনারা।  প্রত্যক্ষদর্শীরা জানায়, ত্রাণ সংগ্রহ করতে আসা তীব্র ক্ষুধার্ত সাধারণ ফিলিস্তিনিদের ওপর গুলি চালানো হয়। এতে অন্তত ৩০ জন ফিলিস্তিনি নিহত এবং শতাধিক আহত হয়েছেন। এই ঘটনায় ফিলিস্তিনি জনগণের মধ্যে চরম ক্ষোভ ও শোক বিরাজ করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও নতুন করে মানবিক বিপর্যয় নিয়ে উদ্বেগ জানিয়েছে।
Read Entire Article