২২ বছর পর ঝালকাঠিতে জামায়াতের কর্মী সম্মেলন

3 hours ago 3

দীর্ঘ ২২ বছর পর ঝালকাঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াত।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শাখার আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান জানান, কর্মী সম্মেলন সফল করতে ইতোমধ্যে জেলার সবগুলো সাংগঠনিক ইউনিটে সভা করা হয়েছে। শহরে লিফলেট বিতরণ করা হয়। এ সম্মেলনে প্রায় ২৫ হাজার নেতাকর্মী উপস্থিত থাকবে। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। শহরের ঈদগাহ ময়দানে শনিবার সকাল ১০টায় এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে।

সব শেষ ২০০৩ সালে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ঝালকাঠিতে জেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এদিকে কর্মী সম্মেলন উপলক্ষে শহরে মোটর শোভাযাত্রা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার প্রচার মিছিল করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলন শেষে সম্মেলন স্থান পরিদর্শন করেছেন জেলা জামায়াতের নেতারা।

Read Entire Article