২৩ বছর ছদ্মবেশে থেকেও রক্ষা পেলেন না হাফিজ

বগুড়ায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং ২৩ বছর ধরে আত্মগোপনে থাকা আসামি হাফিজুর রহমানকে (৫৫) গ্রেপ্তার করছে পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে বগুড়া সদর থানার ছিলিমপুর পুলিশ ফাঁড়ি পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হাফিজুর রহমান জেলার গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে। সদরের ছিলিমপুর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর লাল মিয়া বলেন, রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ দায়ের হওয়া একটি ধর্ষণ মামলায় ২০০২ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। সেই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। কিন্তু আদালতে আত্মসমর্পণ না করে তিনি দেশের বিভিন্ন জায়গায় ছদ্মনাম ও ছদ্মবেশে ঘুরে বেড়িয়ে বরাবরই আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে আসছিলেন। মামলা সূত্রে জানা যায়, রংপুরের এক তরুণীকে পালিয়ে বিয়ে করেন হাফিজুর। এ ঘটনার পর তরুণীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন। মামলার রায় হওয়ায় যাবজ্জীবন সাজা ঘোষণা হলেও হাফিজুর দীর্ঘদিন পলাতক ছিলেন। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান কালবেলাকে বলেন, দীর্ঘ পর্যবেক্ষণ, গোপন অনুসন্ধান ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে অবশে

২৩ বছর ছদ্মবেশে থেকেও রক্ষা পেলেন না হাফিজ
বগুড়ায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং ২৩ বছর ধরে আত্মগোপনে থাকা আসামি হাফিজুর রহমানকে (৫৫) গ্রেপ্তার করছে পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে বগুড়া সদর থানার ছিলিমপুর পুলিশ ফাঁড়ি পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হাফিজুর রহমান জেলার গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে। সদরের ছিলিমপুর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর লাল মিয়া বলেন, রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ দায়ের হওয়া একটি ধর্ষণ মামলায় ২০০২ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। সেই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। কিন্তু আদালতে আত্মসমর্পণ না করে তিনি দেশের বিভিন্ন জায়গায় ছদ্মনাম ও ছদ্মবেশে ঘুরে বেড়িয়ে বরাবরই আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে আসছিলেন। মামলা সূত্রে জানা যায়, রংপুরের এক তরুণীকে পালিয়ে বিয়ে করেন হাফিজুর। এ ঘটনার পর তরুণীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন। মামলার রায় হওয়ায় যাবজ্জীবন সাজা ঘোষণা হলেও হাফিজুর দীর্ঘদিন পলাতক ছিলেন। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান কালবেলাকে বলেন, দীর্ঘ পর্যবেক্ষণ, গোপন অনুসন্ধান ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে অবশেষে হাফিজুর রহমানের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। পরে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow