২৩ বছর বয়সে না ফেরার দেশে অভিনেত্রী ইসাবেল টেট

2 hours ago 3

মার্কিন টেলিভিশনের জনপ্রিয় সিরিজ ‘৯-১-১: ন্যাশভিল’র তরুণ অভিনেত্রী ইসাবেল টেট আর নেই। মাত্র ২৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। অভিনেত্রীর এজেন্সির বরাত দিয়ে সংবাদটি নিশ্চিত করেছে পিপলডটকম।

জানা গেছে, ইসাবেল জন্মগতভাবে এক বিরল স্নায়বিক রোগে ভুগছিলেন, যা পেশি নিয়ন্ত্রণকারী স্নায়ুকে প্রভাবিত করে। দীর্ঘ লড়াই শেষে ১৯ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন।

রায়ান মারফির জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির স্পিন-অফ সিরিজ ‘৯-১-১: ন্যাশভিল’র পাইলট পর্বে ‘জুলি’ চরিত্রে অভিনয় করেছিলেন ইসাবেল। সিরিজটি সম্প্রচারিত হয় অক্টোবরের শুরুতেই, আর এটাই ছিল তার অভিনয় জীবনের সবচেয়ে বড় সাফল্য। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, সিরিজটি প্রচারের অল্প কিছুদিনের মধ্যেই তিনি চলে গেলেন না ফেরার দেশে।

অভিনেত্রীর এজেন্সির পক্ষ থেকে জানানো হয়, ‘আমরা ইজিকে (ইসাবেলের ডাকনাম) চিনি কিশোরী বয়স থেকে। কয়েক বছর পর অভিনয়ে ফিরে প্রথম অডিশনেই তিনি সুযোগ পান। শুটিং করে নিজের স্বপ্নপূরণের আনন্দে ভরে উঠেছিলেন তিনি।’

চলতি বছরের জুনেই সিরিজটির শুটিং শেষ করেন ইসাবেল টেট। তার অভিনীত পর্বটি প্রচারিত হয় ৬ অক্টোবর। টেনেসির জরুরি সেবাকর্মীদের জীবনঘনিষ্ঠ গল্প নিয়ে তৈরি এই সিরিজের তৃতীয় পর্ব প্রচারিত হবে ২৩ অক্টোবর। এতে তার সহ-অভিনেতা হিসেবে আছেন ক্রিস ও’ডনেল, লিয়ান রাইমস, মাইকেল প্রোভোস্ট, জেসিকা ক্যাপশ, কিম্বারলি উইলিয়ামস-পেইজলি, জুয়ানি ফেলিজসহ আরও অনেকে।

ন্যাশভিলে জন্ম ও বেড়ে ওঠা ইসাবেল টেট মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। আজ (২৪ অক্টোবর) টেনেসিতেই তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।

এমএমএফ/এএসএম

Read Entire Article